করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০২
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪০২ জনের। শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৩৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় ২১৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭২৬ জন এবং নারী ১০ হাজার ৬১০ জন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
