ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১:২০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।সংক্রমিত হয়েছে ৪৩৮ জন। শনাক্তের হার ৮.৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

এতে আরো জানানো হয়,  নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। এ সময় ৪ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এ পর্যন্ত ২৯ হাজার ৩৩৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।