ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ০:৪৩:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যশোর বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি’র বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের (১০২) বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামী ১৭-০৯-২২২ তারিখে (শনিবার) অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধু সৃজনশীল (CQ) পরীক্ষা হবে (সকাল ১১টা হতে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত)।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার তারিখ পরে জানানো হবে।