সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাহরিন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১১:২০ এএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
নেপালে ইউএস বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদ সুস্থ হয়ে আজ তাকে রোববার বাড়ি ফিরলেন। হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দিয়েছে। ঢামেকের বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহরিন এখন আগের থেকে অনেক ভালো আছেন। তিনি এখন পুরো সুস্থ। ক্ষতস্থানে অস্ত্রোপচারের মাধ্যমে যে চামড়া লাগানো হয়েছিল, তা শুকিয়ে গেছে। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তবে দুই সপ্তাহ পরে আবার ফলোআপে আসতে হবে।
অন্যদিকে নেপালের দুর্ঘটনায় আহত অ্যানির অবস্থা মোটামোটি ভালো। তাকেও শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। অ্যানির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ রোববার।
প্রসঙ্গত গত ১২ মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি, একজন চীনা যাত্রী নিহত হন। ঐ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, ৯ জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।
