ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জৌতি আলো ছড়াতে চান পরের ম্যাচগুলোতেও

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে বাছাই পর্বের প্রথম ম্যাচে আবুধাবি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে সালমা-জৌতিরা।

টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানার ব্যাটে শুরুটা হয় দুর্দান্ত। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ১৬ (১৬) রানে ফিরলে শামিমার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জুটি গড়েন ৬২ (৬১) রানের।

শামিমা ৪০ বলে ৪৮ রান করে ফিরলেও জৌতি তুলে নেন ৫৬ ম্যাচ পর ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। যদিও দুর্বল মালদ্বীপের বিপক্ষে ছিল একটা শত রানের ইনিংস।

টাইগ্রেস অধিনায়কের ৫৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৩ রান তোলে বাংলাদেশ।

ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রাখা জৌতি আলো ছড়াতে চান সামনের ম্যাচগুলোতেও। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই অনেক গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে পেরেছি, এ জন্য আমি অনেক বেশি আনন্দিত। সবসময়ই চেষ্টা করি, দলে নিজের ভূমিকা যেন ঠিকঠাক পালন করতে পারি। আমার কাছে মনে হয় কিছুটা আজকে করতে পেরেছি। আশা করি, পরের ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব পালন করব।’

বাংলাদেশের দেওয়া লক্ষ্য টপকাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আয়ারল্যান্ড। সানজিদা আকতারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার গ্যাবি লুইস।

আরেক ওপেনার ৩৩ (৩২) রানের মাথায় সালমা খাতুনের থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। মিডল অর্ডারে অধিনায়ক লাউরা ডিলানি ২৮ আর ইমিয়ার রিচার্ডসনের ২৬ বলে ৪০ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হন দশ রানের কোঠা পার করতেও। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা খাতুন। ২টি করে উইকেট নেনে সানজিদা আকতার ও নাহিদা আকতার।