শহীদ মিনারে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৪ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৪৪ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার সকাল থেকে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। কোটা সংস্কার দাবির আন্দোলনে ওই বিভাগের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করেন।
আজ সোমবার বেলা ১১টা থেকে তারা শুরু করেছেন এ মানববন্ধন। বেলা ১২টা পর্যন্ত তা চলার কথা।
মানববন্ধনের আয়োজকরা জানান, রোববার বিকেল থেকে আজ ভোর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় চলা কোটা সংস্কারের আন্দোলনে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা।
মানববন্ধনকারীদের হাতে তখন বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। যেখানে লেখা, ‘আমার ক্যাম্পাসে হানাদার পুলিশ কেন?’, ‘আমার ভাই রক্তাক্ত কেন?’, ‘আমার বোন লাঞ্ছিত কেন?’, ‘ঢাবি প্রশাসন কোন দিকে, ঢাবি কাদের?’, ‘রাতের আঁধারের ওই পিশাচ কারা?’
কোটা সংস্কারের দাবিতে রোববার বিকেলে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এক পর্যায়ে তারা অবরোধ করে শাহবাগ মোড়। রাস্তা থেকে তাদের হটিয়ে দিতে রাতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় বেশ কিছু শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে মধ্যরাতেই রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা। এতে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস।
এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক শাহবাগে এসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন।
