এ বিজয় পুরো বাংলাদেশের, তাই সঙ্গেই থাকুন: কৃষ্ণা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
কৃষ্ণা রাণী সরকার
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। বিজয়ী মেয়েরা আজ ট্রফি হাতে দেশে ফিরছেন। তাদের জন্য থাকছে বর্ণিল সংবর্ধনার আয়োজন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ফাইনালে দুই গোল করা কৃষ্ণা রাণী সরকার।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণা রাণী সরকার।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাব আমরা। সেখান থেকেই ছাদখোলা বাসে শুরু হবে বিজয় উদযাপন। এ বিজয় পুরো বাংলাদেশের। তাই এ বিজয় উদযাপন করার জন্য সবাই আমাদের সঙ্গেই থাকুন।’
এর পর আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা পারি আর আমরা পেরেছি। এই কথা সবসময় আমাদের বলতেন (ছোটন স্যার)। এই ট্রফি শুধু আমাদের না, এই ট্রফি পুরো বাংলাদেশের।’
