ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১২:১৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রূপনা চাকমাকে বাড়ি করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার

রূপনা চাকমা। ছবি: সংগৃহীত

রূপনা চাকমা। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার নিজ শহর রাঙ্গামাটিতে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে এই আসরে প্রথম গোল। রূপনার কল্যাণে ৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে।

তবে এই রুপনা চাকমার থাকার বাড়িতে বেহাল দশা। সামান্য বৃষ্টি থেকেও রক্ষা পান না তারা। বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে।

এর আগে রূপনার বাড়ির ছবি দেখে মর্মাহত হয়ে তার বাড়ি করে দেয়ার ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।

এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি রূপনার মার একটি ছবি দেখেছি। তিনি একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। সেই ঘরটি মানুষ থাকার জন্য একেবারেই অনুপযোগী। রূপনা আমাদের বোন। আমি আমার একাডেমির সকল খেলোয়াড়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহেই তাকে একটি ঘর বানিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই সফল হওয়ার পরে পাশে এসে দাঁড়ায়। আমি নিজেও এক্ষেত্রে সেটি করছি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’