ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১২:১৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে মাঠে নামছে টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে রাতে থাইল্যান্ডেরের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

এর আগে গ্রুপপর্বের তিন ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিলো টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ৬ উইকেটের ব্যবধানে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে লাল সবুজের প্রতিনিধিরা হারিয়েছে ৫৫ রানের বড় ব্যবধানে।

থাইল্যান্ড নারী দলের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারীরা। সবকটি ম্যাচেই বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই থাই নারীদের ৭০ রানে হারায় টাইগ্রেসরা। এই ম্যাচ জিতলে ফাইনালের সঙ্গে নিশ্চিত হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের মূলপর্ব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, রিতু মনি, লতা মণ্ডল, সানজিদা আক্তার, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, সালমা খাতুন ও সোহেলি আক্তার।