ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৫:০০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় কন্যাশিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ছবি: উইনিউজ২৪.কম

ছবি: উইনিউজ২৪.কম

আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আগামী ৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে আগামী ৪ অক্টোবর মন্ত্রাণলয়ের কর্মসূচি রয়েছে। এজন্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে। তাই ৩০ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই।

এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসাবে।