ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবরী লাঞ্ছিত, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।  এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, কবরীর অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ের কোন কুল কিনারা করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার গুলশান ২ নম্বরে তার বাড়ির নিচতলায় তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, কবরী গুলশান ২ নম্বরের একটি পাঁচতলা ভবনে থাকেন। মঙ্গলবার বেলা ১১টার দিক ওই ভবনের দুটি ফ্লাটের মালিকের কর্মচারিরা পাঁচ–ছয়জন বহিরাগত লোক নিয়ে ভবনের ভিতর ঢুকতে গেলে কর্তব্যরত তত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় বহিরাগতরা বাড়িতে রং করবেন বলে জোর করে ভিতরে ঢোকেন। তাদের হাতে দড়ি ও বাঁশ ছিল।

এ সময় কবরী ও তার ছেলে বাড়ির নিচে নেমে বহিরাগতদের কাছে জোর করে প্রবেশের কারণ জানতে চান। তখন তারা বাড়ি রং করার কথা জানান।

কবরী তাদের জানান, বাড়িটি নিয়ে আদালতে মামলা আছে, তাই বাড়িতে রং করা যাবে না।

একপর্যায়ে বহিরাগতরা কবরীর উপর চড়াও হন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং মেরে ফেলার হুমকি দেন। কবরী তার অফিসের কর্মচারিদের খবর দিয়ে দ্রুত পাঁচতলার তার ফ্লাটে আশ্রয় নেন।