মালদ্বীপে লীগ খেলতে যাচ্ছে ফুটবলকন্যা সাবিনা ও সুমাইয়া
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশকে সাফ জেতানো অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও আছেন। আজ শুক্রবার সকালে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবিনা।
সাবিনা এর আগেও মালদ্বীপের লিগে খেলছেন। দেশটির নারী ফুটসাল লিগে খেলবেন তিনি। মালদ্বীপ আর্মি দলের হয়ে খেলবেন সাবিনা।
সাফজয়ী দল ২৮ সেপ্টেম্বর থেকে ছুটিতে আছে। তবে খেলোয়াড়েরা ছুটি পেলেও বিশ্রাম নেই কোচ ছোটন-লিটুদের। সাফের আসর সামনে রেখে তারা অনূর্ধ্ব-১৫ দলকে অনুশীলন করিয়ে যাচ্ছেন।
