ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১:০১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। তবে গত সপ্তাহে স্বর্ণের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছিলো। বাজারে তিন দফা কমানো হয় সোনার দাম। এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায় ৮৪ হাজার টাকায়।

বিশ্ববাজারে গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। এর পর দাম কমে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম দাঁড়ায় এক হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলারে।

এদিকে গত সপ্তাহে কিছুটা বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম। গত এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্সের দাম ১৯ ডলার হয়। সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়ে যায় দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৮৫৯ ডলার।