ম্যাচসেরা শামিমা সুলতানা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে শনিবার (১ অক্টোবর) টস জিতে ব্যাটিং করতে নেমে থাই মেয়েরা ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন শামিমা সুলতানা।
মাত্র ৩০ বলে ৪৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন ওপেনার শামিমা। তাঁর ইনিংসে ছিল ১০টি চার, স্ট্রাইকরেট ১৬৩.৩৩।
শামিমার বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অপর ওপেনার ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।
ম্যাচ শেষে সেরা পুরস্কার নেওয়ার সময় শামিমা বলেন, আমি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। আমরা খুব দারুণ বোলিং করেছি, এটা ছিল একটা দলীয় প্রচেষ্টা। শুরুর দিকে উইকেট কিছুটা স্লো ছিল, তবে শেষ দিকে ব্যাটিংবান্ধব হয়ে গিয়েছিল।
