ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ৬:৫৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানকে হারাতে বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট: রুমানা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পেসার জাহানারা আলম শুধু ২ ওভার বোলিং করেন। বাকি ১৭.৪ ওভার করেন স্পিনাররা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতও তাই। পেসার রেনুকা সিং শুধু ২ ওভার বোলিং করেন। সিলেটের আউটার স্টেডিয়াম যেন স্পিনের স্বর্গরাজ্য। তাই তো পাকিস্তানকে কাবু করতে বাংলাদেশের স্পিনাররাই যথেষ্ট বলে মনে করছেন স্বাগতিক অলরাউন্ডার রুমানা আহমেদ। 

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপে শুভ সূচনা করে। সামনে এবার কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। থাই মেয়েদের বিপক্ষে কোনও চাপের মুখেই পড়তে হয়নি, তবে বিসমাহ মারুফের দল সহজে ছেড়ে দেবে না।

তবে পাকিস্তানকে হারানোর জন্য স্পিনাররা যথেষ্ট বলে বিশ্বাস রুমানার, ‘আমি যেটা মনে করি, জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

প্রথম ম্যাচে ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা। বাকি ৭ উইকেটই নিয়েছেন স্পিনারাই। আর যেভাবে সিলেটের এই মাঠে স্পিন ধরছে, রুমানারা স্পিন দিয়েই স্বাভাবিকভাবে ঘায়েল করতে চাইবেন। 

এই অলরাউন্ডারের এবার লক্ষ্য অলরাউন্ড পারফর্ম করে দলে অবদান রাখা। রুমানা বলেন, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো।  সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করবো।’

‘আমি কখনও শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে বলে তাল বা সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’- আগামীকাল সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আরও যোগ করেন রুমানা।