গেজেট না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
আন্দোলনকারীদের তরফ থেকে কোটা সংস্কার আন্দোলন সরকার গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকুরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর তারা এ সিদ্ধান্ত জানালো।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়র রাজু ভাস্কর্য চত্বরে এক সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতা হাসান আল মামুন কোটা বাতিলের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং একই সাথে তারা সরকারের সিদ্ধান্ত দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানান।
প্রধানমন্ত্রীকে মাদার অফ এডুকেশন আখ্যায়িত করে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলাকারীদে শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল বের করে।
এর আগে কয়েকদিনের ধারাবাহিক আন্দোলনের পর বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে কোটা পদ্ধতির বাতিলের ঘোষণা দেন।
পরে আন্দোলনকারীরা জানান তারা বৃহস্পতিবার তাদের সিদ্ধান্ত জানাবেন। যদিও আন্দোলনকারীরা চাইছিলো চাকুরিতে কোটার পরিমাণ কমিয়ে দশ শতাংশে আনা হোক কিন্তু প্রধানমন্ত্রী সব ধরনের কোটাই বাতিলের ঘোষণা দিয়েছেন।
