ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১:২৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয় পেল না টাইগ্রেসরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে দারুণ একটা হাতছানি ছিল বাংলাদেশের সামনে। ভারতকে হারালেই দলটির বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে হ্যাট্রিক জয় পেয়ে যেত টাইগ্রেসরা। কিন্তু হতাশার পারফরম্যান্সে ভারতের বিপক্ষে ৫৯ রানের হার দেখেছে বাংলাদেশ।

এদিন টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর দাঁড় করায় ভারত। এই রান তাড়া করতে হলে রেকর্ড গড়তে হতো টাইগ্রেসদের। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অধিনায়ক জ্যোতি ছাড়া সবাই ১০০ এর কম স্ট্রাইক রেটে রান তুলতে পেরেছে। ওভারপ্রতি আট করে লাগা ম্যাচে ইনিংসগুলো হতাশার। টাইগ্রেসদের পক্ষে দুই ওপেনারই বিশ রানের কোটা পেরিয়েছিলেন।

এরমধ্যে ফারজানা ৩০ রান করতে খেলছেন ৪০ বল। অন্যদিকে মুর্শিদার ২১ রান আসে ২৫ বলে। এ ছাড়া রুমানা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। রিতু ৪ রান করতে খেলেন পাক্কা ১২ বল। একমাত্র জ্যোতি ২৯ বলে ৩৬ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ব্যাট হাতে ঝড় তোলেন। শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৫৫ রান। অধিনায়ক স্মৃতি মান্দানার ব্যাট থেকে আসে ৪৭ রান। তিনে নেমে জেমিমাহ রদ্রিগেজ ২৪ বলে করেন ঝড়ো ৩৫ রান। টাইগ্রেসদের পক্ষে রুমানা ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।