দেশী-বিশ্ব মানসের সহজ যোগেই আসবে কল্যাণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১২:৫৫ এএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
ছায়ানট সভাপতি ড. সন্জীদা খাতুন বলেছেন, ‘দেশীয় মানসের সঙ্গে বিশ্বের মানসের সহজ যোগেই আসবে মানবকল্যাণ। রাজধানীর রমনার অশত্থমূলে আজ শনিবার ছায়ানট আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সনজীদা খাতুন বলেন ‘‘যে মাটি আমাদের পায়ের তলায় আশ্রয়, জন্মের শুভক্ষণে সেই মাটিতেই ভূমিষ্ঠ হয়েছি আমরা। জন্মসূত্রে এ মাটি আমাদের একান্ত আপন। সে মাটির বুকে শিকড়ের মতো পা ডুবিয়ে মাটি-মাতাকে জানব আমরা। এমন স্বভাবসম্মত প্রক্রিয়ায় বেড়ে উঠে আত্মপরিচয়ের প্রত্যয়ী, আর প্রতিষ্ফিত হব আমরা বাংলাভূমির সর্বজন।’’
সনজীদা খাতুন আরও বলেন ‘‘আবার মাটির রসে পুষ্ট হয়ে আকাশের দিকেও হাত বাড়াব আমরা। আলো আর বাতাসের তেজ আর স্নিগ্ধতা সর্ব অঙ্গে মেখে আমাদের সত্তা সঞ্জীবিত হয়ে উজ্জ্বলতর হবে। মাটি আর আলো বাতাসের রসসম্পদ সব মিলে আমাদের করে তুলবে পূর্ণাঙ্গ মানুষ। এভাবে শ্বাশ্বত মানব হওয়ার পথের অভিযাত্রা সফল হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আকাশ-বাতাস, পাহাড়-সমতল-প্রান্তর, নদী-সমুদ্র বৃক্ষ লতা, ফুল ফল, পাখ-পাখালি আমাদের পরম প্রিয়। প্রিয় এদেশের সকল মানুষ। পরষ্পর সংঘবদ্ধ থেকে আমরা বিশ্বকেও যোগ করে নেব আমাদের সঙ্গে।’’
সন্জীদা খাতুন বলেন ‘‘শিকড়ের মাটিতে দৃঢ়বদ্ধ থেকে বিশ্বায়নের ফলে পাওয়া সত্য-সুন্দরকে আত্মগত করে ঋদ্ধ হবো আমরা। ‘বিশ্বায়ন’ আজ আমাদের কাছে বাস্তব সত্য। এ শব্দ নিন্দা অর্থে উচ্চারণ করছি না। বিশ্বের সঙ্গীতে-সাহিত্যে, শিল্পকলায়-দর্শনে-বিজ্ঞানে যে মহান অর্জন তার স্বাদ নেব আমরা। আত্মস্থ করতে হবে সকল মানবিক অন্তরসম্পদ। সেই সত্য সুন্দর সমৃদ্ধ করবে আমাদের। দেশীয় মানসের সঙ্গে বিশ্বের মানসের সহজ যোগেই আসবে মানবকল্যাণ। সার্বিক কল্যাণের বোধে পূর্ণ প্রীতিতে সর্ব মানবের অভিমুখে আমাদের যাত্রা অব্যাহত থাকুক।’’
