মধুমতি সেতুর দ্বার খুলেছে, আনন্দে ভাসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০১ পিএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের প্রথম ছয় লেনের কালনা তথা মধুমতি সেতুর দ্বার খুলেছে। সোমবার রাত ১২টা থেকে সেতুর টোল প্লাজায় টোল দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী ও কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন।
নড়াইলের লোহাগড়ার উপজেলা এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদীর উপর নির্মিত এই সেতু উদ্বোধনের ফলে এই অঞ্চলের মানুষের ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ চালু হলো।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে আমি বিশ্বাস করি। এ অঞ্চলের সকল মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ ও সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশা করছেন সবাই। দীর্ঘদিনের ফেরী পারাপারের দুর্ভোগ কাটিয়ে টোল দিয়ে সেতু পার হয়ে যেতে পেরে খুশি যানবাহন চালকরা।
স্থানীয়রা জানান, মধুমতি সেতু উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করায় উচ্ছ্বসিত দুই পারের মানুষ।
