নারী এশিয়া কাপ: টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
নারী এশিয়া কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে ভারত-শ্রীলঙ্কা। টসে জিতে ভারতীয় নারীদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জেতার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে লঙ্কান নারীরা। অপরদিকে একটি পরিবর্তন এনেছে ভারত। রাধা যাদবের বদলে দলে এসেছে দায়ালান হেমালথা।
দুই দল এ নিয়ে পঞ্চমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে। এরমধ্যে প্রথম চার আসরের চারবারই ফাইনাল খেলেছে এই দুই দল। আর প্রতিবারই জয়লাভ করেছে ভারতীয় নারীরা।
শ্রীলঙ্কা একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হার্শিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, নিলাক্ষি দি সিলভা, কাভিসা দিলারি, আনুশকা সাঞ্জিভানি (উইকেটরক্ষক), মালশা সেহানি, ওসাদি রানাসিঙ্গে, সুগান্ধিকা কুমারি, ইনোকা রানাভিরা, আচিনি কুলাসুরিয়া
ভারত একাদশ: স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রাকর, দিপ্তি শর্মা, দায়ালান হেমালথা, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, রাজেশ্বরি গায়কোয়াড়।
