ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাড়ি চালিয়ে কাতারের পথে ফুটবলভক্ত ভারতীয় নারী!

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

কেরালা থেকে মুম্বাই পাড়ি দেওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে নৌশি (ডান দিকে)। 

কেরালা থেকে মুম্বাই পাড়ি দেওয়ার আগে গ্রামবাসীদের সঙ্গে নৌশি (ডান দিকে)। 

ফুটবল বিশ্বকাপ দেখতে গাড়ি চালিয়ে কেরালা থেকে কাতারে যাচ্ছেন এক নারী। ইতিমধ্যেই ভারতের কেরালা থেকে বেরিয়ে পড়েছেন তিনি। মেসিভক্ত ওই যুবতী চান, এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।

ফুটবল তার প্রেম। সংসারের হাজার কাজের মধ্যেও আর্জেন্টিনার খেলা থাকলে বসে পড়েন। লিয়োনেল মেসি গোল করলে তার আনন্দের শেষ থাকে না। সেই মেসি জানিয়ে দিয়েছেন, এবারই শেষ বিশ্বকাপ খেলছেন। তাই আর বাড়িতে বসে থাকতে পারলেন না কেরালার মাহে জেলার বাসিন্তা নাজি নৌশি। গাড়ি চালিয়ে কেরালা থেকে কাতারে যাবেন তিনি। ইতিমধ্যেই কেরালা থেকে বেরিয়ে পড়েছেন এই ফুটবলপাগল নারী।

নৌশির যাত্রার সূচনা করেছেন কেরালার পরিবহণ মন্ত্রী অ্যান্টনি রাজু। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান। পরিবার ও গ্রামবাসীদের শুভেচ্ছা নিয়ে মরুভূমির দেশের উদ্দেশে বেরিয়ে পড়েছেন পাঁচ সন্তানের মা নৌশি।

গাড়ি চালিয়ে প্রথমে কেরালা থেকে মুম্বই যাবেন নৌশি। সেখান থেকে জাহাজে করে যাবেন ওমান। সেখানে নেমে বাকি পথ গাড়িতেই পাড়ি দেবেন নৌশি। ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব পেরিয়ে কাতারে ঢুকবেন তিনি। মধ্যপ্রাচ্যের এই সব দেশে গাড়ি চালানোর ও কাতারে থাকার ভিসা ইতিমধ্যেই করিয়ে নিয়েছেন নৌশি।

সংবাদমাধ্যমে নৌশি বলেছেন, ‘আশা করছি, আমি ১০ ডিসেম্বর কাতারে পৌঁছে যাব। বিশ্বকাপের ফাইনাল দেখব। আমি আর্জেন্টিনা আর মেসির অন্ধ ভক্ত। আশা করছি কাতারে আমার প্রিয় দল বিশ্বকাপ জিতবে।’

বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অবশ্য কাতার থেকে ফিরবেন না নৌশি। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাতারে থাকবেন তিনি।

নৌশি স্বপ্ন দেখেন, এক দিন ভারত ফুটবল বিশ্বকাপ খেলবে। তিনি বলেছেন, ‘আমি স্বপ্ন দেখি, ভারতও এক দিন ফুটবল বিশ্বকাপে খেলবে। আমি সেই জন্য ভারতে তৈরি গাড়ি চালিয়েই কাতার যাব। আশা করছি আমার স্বপ্ন এক দিন সত্যি হবে।’

যাতায়াতের পথে যেন খাওয়ার সমস্যা না হয়, সেই জন্য গাড়িতেই রান্না করার সরঞ্জাম নিয়েছেন নৌশি। রাস্তা থেকে রেশন তুলে নেবেন। নৌশির ইচ্ছা, যাত্রাপথে কোনও হোটেলে নয়, উল্টে টোল প্লাজা বা পেট্রল পাম্পের কাছে গাড়িতে রাত কাটাবেন তিনি।

দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা শেষ করার পরে বিয়ে হয়ে গিয়েছিল নৌশির। ১৯ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। তার সব থেকে ছোট ছেলের বয়স ২ বছর। সংসারের কাজ সামলেও নিজের স্বপ্ন পূরণ করেছেন নৌশি। সেই কাজে তার পরিবার তাকে সব থেকে বেশি সাহস জুগিয়েছে। 

এর আগে গাড়ি চালিয়ে কেরালা থেকে লাদাখে গিয়েছিলেন নৌশি। তবে এবার দেশের গণ্ডি আটকে রাখতে পারছে না কেরালার এই যুবতীকে। ঘর ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে পাড়ি দিচ্ছেন তিনি।