খালেদার বঙ্গবন্ধুকে কটূক্তি মামলার প্রতিবেদন ২০ মে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:২৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে জড়িয়ে কটুক্তি করার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২০ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ দিন ধার্য করেন।
এ ঘটনায় ২০১৭ সালের ২৫ জানুয়ারী আদালতে মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব চেয়েছিলেন। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতকার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।
বাদী মামলায় অভিযোগ বলেন, খালেদা জিয়া এ ধরনের বক্তব্য করায় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের মানহানী ঘটেছে। তিনি ওই দলের অনুসারী হওয়ায় তারও মানহানী ঘটেছে।
