ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন সাবেক টেনিস খেলোয়াড় সিমোনা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২২ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
নিষিদ্ধ ওষুধ সেবন করে ক্রীড়া সেক্টরের তারকাদের ডোপ টেস্টে ধরা পড়াটা নতুন কিছু নয়। এবার ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হলেন নারীদের টেনিসের সাবেক শীর্ষ খেলোয়াড় ও দু’বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ।
তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
শুক্রবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে টেনিসের শীর্ষ সংস্থাটি ।
জানা যায়, ডোপ পরীক্ষা করে হালেপের রক্তে নিষিদ্ধ ওষুধের নমুনা পাওয়া গিয়েছে। তারপরই রোমানিয়ার এই টেনিস তারকার উপর নেমে এসেছে শাস্তির খড়গ।
বিবৃতিতে জানানো হয়, ৩১ বছর বয়সী এই রোমানিয়ান টেনিস তারকাকে শর্তসাপেক্ষে নিষিদ্ধ করা হলো। টেনিস অ্যান্টি ডোপিং প্রোগ্রাম (টিএডিপি)-এর ৭.১২.১ আর্টিকেলের অধীনে নিষিদ্ধ করা হয়েছে হালেপকে।
নিষিদ্ধ হওয়ার পর সিমোনা হালেপ তার ব্যক্তিগত টুইটার আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমার জীবনের কঠিনতম অধ্যায় শুরু। শুনেছি যে আমার নমুনায় ড্রাগ পাওয়া গিয়েছে। গোটা জীবনে কখনে প্রতারণার চিন্তা করিনি। এ ধরনের কাজ আমার মূল্যবোধের বিরুদ্ধে।’
মেয়েদের পেশাদার টেনিসে ২০১৮-১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৯ সালে উইম্বলডনও জিতেন। উঠেছিলেন মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে।
