জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনের পরীক্ষার সূচি অপরিবর্তিত রয়েছে। স্থগিত সব পরীক্ষার নতুন সূচি শিগগিরই জানিয়ে দেয়া হবে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরের দিকে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দেখতে বলেছে আবহাওয়া অফিস।
