শুক্রবার থেকে বাউবি’র বিএ ও বিএসএস পরীক্ষা শুরু
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২০ আগামী শুক্রবার থেকে শুরু হবে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ৩ লাখ ৫০ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পুরুষ পরীক্ষার্থী ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং নারী ১ লাখ ৪৬ হাজার ২ শত ৮১ জন। প্রতিবারের মতো এবারো প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নেয়ার ব্যবস্থাগ্রহণ করবে।
এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে। বিস্তারিত বাউবির ওয়েবসাইট ডডড.নড়ঁ.ধপ.নফ থেকে জানা যাবে। বিজ্ঞপ্তি।
