ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ২:৪৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কিশোর লেখার ‘ফারুক নওয়াজ সংখ্যা’ প্রকাশিত হয়েছে

হাসান রাসেল

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখার ‘ফারুক নওয়াজ সংখ্যা’র প্রচ্ছদ।

ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখার ‘ফারুক নওয়াজ সংখ্যা’র প্রচ্ছদ।

ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখার ‘ফারুক নওয়াজ সংখ্যা’ (অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর’২০২২) প্রকাশিত হয়েছে। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ফারুক নওয়াজকে নিয়ে এ বিশেষ সংখ্যাটি করা হয়েছে। আগামী ১ নভেম্বর তাঁর জন্মদিনকে সামনের রেখে দেশের জনপ্রিয় নবীন-প্রবীণ লেখকরা এ সংখ্যায় লিখেছেন। 

ফারুক নওয়াজ লিড ছড়া ছাড়াও ‘আমার আমি’ শিরোনামে আত্নকথন লিখেছেন। এই শিশুসাহিত্যিককে নিয়ে প্রবন্ধ লিখেছেন যথাক্রমে নাসির আহমেদ, রফিকুর রশীদ, আহমেদ জসিম, দিলারা মেসবাহ, রোকেয়া খাতুন রুবী, আমীরুল ইসলাম, আনিস রহমান, ধ্রুব এষ, রাশেদ রউফ , ফারুক হোসেন, নাসরীন মুস্তাফা, সরকার আবদুল মান্নান, মোজাম্মেল হক নিয়োগী, জাকির হোসেন কামাল, মাহমুদ বিক্রম, কানিজ পারিজাত। 

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, বিশিষ্ট শিল্পী হাশেম খান, ছাড়াকার আবু সালেহ, পাখি পর্যবেক্ষক শরীফ খান, অভিনেতা ও  লেখক খায়রুল আলম সবুজ, বিশিষ্ট অঙ্কণশিল্পী মাসুক হেলাল এবং প্রবাসী ছড়াকার মিহির কান্তি রাউত।

ফিচার লিখেছেন, ইমরান পরশ, তূয়া নূর ও মিশকাত রাসেল। গল্প লিখেছেন চট্টগ্রামের লেখক রুনা তাসমিনা। ফারুক নওয়াজকে নিয়ে  কিছু কথা লিখেছেন দিলরুবা নীলা। লেখকের জীবন বৃত্তান্ত লিখেছেন তরুণ লেখক আহমাদ স্বাধীন।  

শিশুসাহিত্যিক ফারুক নওয়াজকে নিবেদিত ছড়া ও কিশোর কবিতা লিখেছেন আখতার হুসেন, আসলাম সানী, সিরাজুল ফরিদ, আহসান মালেক, আনওয়ারুল কবীর বুলু, জসীম মেহবুব, উত্তম সেন, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর আলম জাহান, চন্দনকৃষ্ণ পাল, উৎপলকান্তি বড়ুয়া, আবেদীন জনী, ফরদিুজ্জামান, সোমা দেব, সুফিয়ান আহমদ চৌধুরী, মাসুম আওয়াল, আবদুল হামিদ মাহবুব, আবুল হোসেন আজাদ, স. ম. শামসুল আলম, আক্তারুজ্জামান রকিব, কামাল হোসাইন, সুমন বনিক, নজরুল ইসলাম শান্তু, সনজিত দে, সোহেল মল্লিক, কেশব জিপসী, ফারুক হাসান, গোলাম নবী পান্না, রেবেকা ইসলাম, ওমর ফারুক নাজমুল, সিকদার নাজমুল হক, জাহিদ রহমান, মাহমুদ সালিম, আরিফ নজরুল, লীলা দেউরী, হালিম নজরুল, খায়রুল আলম রাজু, শাহরিয়ার শাহাদাত, সিফাত চাখারী, শাকিব হুসাইন, রফিক ওসমান, পরিতোষ বাবলু, ইউনুস আহমেদ, ইমতিয়াজ সুলতান ইমরান, মুহাম্মদ আলম জাহাঙ্গীর, স্বপনকুমার রায়, হাসনাত আমজাদ, অরুণ বর্মন, শাহজাহান মোহাম্মদ, আমিনুল ইসলাম মামুন, রুমা দাশ পড়শি, রাসেল খান, অজিতা মিত্র, শাহীন রায়হান, ননী গোপাল চন্দ্র দাশ, সুপান্থ মিজান, মালেক ইমতিয়াজ, রফিক মুহাম্মদ, রিবন রায়হান, মিলাদ হোসেন সুজন, তোফায়েল তফাজ্জল, শামীম খান যুবরাজ, পৃথ্বীশ চক্রবর্ত্তী, অবিনাশ আচার্য, আখতারুল ইসলাম।

কিশোর লেখার চাররঙ প্রচ্ছদ করেছেন দেশের জনপ্রিয় প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ । প্রচ্ছদের ব্যবহারিত লেখককের ছবি তুলেছেন ছড়াকার ওমর ফারুক নাজমুল। এই সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ৮৬। মূল্য ১০০ টাকা। 

শিশুসাহিত্যিক আইরীন নিয়াজী মান্না সম্পাদিত ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখা গত ৩৫ বছর ধরে প্রকাশিত হচ্ছে। কিশোর লেখা প্রতি তিন মাস পর পর (বছরে চারটি সংখ্যা) প্রকাশিত হয়। 

যে কেউ কিশোর লেখায় লিখতে পারেন। বাংলাদেশ এবং পশ্চিমবাংলার জনপ্রিয় লেখকরা এ পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। আপনিও কিশোর লেখায় লিখতে পারেন। লেখা ভালো হলে যে কারো লেখা ছাপা হয় এবং সৌজন্য সংখ্যা পাঠিয়ে দেয়া হয়। আপনার নাম-ঠিকানা ও সেলনম্বরসহ লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেল ঠিকানা: