ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৭:১৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশীয় প্রজাতির ৬৪ মাছ প্রায় বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশীয় প্রজাতির ৬৪ ধরনের মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।বৃহস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রেজাউল করিম বলেন, বিলুপ্ত প্রায় এসব মাছ রক্ষায় সরকার নানান পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মৎস্য সম্পদের ওপর ক্রমশ নেতিবাচক প্রভাব পড়ছে। মাছের অনেক আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে। মাছের প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে মাছের প্রজাতি-বৈচিত্র্যেও।

এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি ও অপর্যাপ্ত বৃষ্টির ফলে মাছের প্রাকৃতিক আবাসস্থল, প্রজননক্ষেত্র ও লালনক্ষেত্র কমছে বলেও জানান তিনি।

আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে ১৩ লাখ ৩৮ হাজার ৫৯০টি খামার রয়েছে। এর মধ্যে গাভীর খামার ২ লাখ ৭০ হাজার ২৯০, ছাগল-ভেড়ার খামার ৮ লাখ ৭৩ হাজার ২০০ এবং পোল্ট্রি খামার ১ লাখ ৯৫ হাজার ১০০টি।