ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১৭:৫৪:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫: নেপালের কাছে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ১-০ গোলে হারালো নেপাল। দুই ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে নেপাল। ৩ পয়েন্ট নিযে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন নেপালের বর্ষা অলি।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছিলো নেপাল। আর ভুটানকে ৮-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ।

দাপুটে জয়ে প্রতিযোগিতা শুরুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে উমেহ্লা মারমা দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়া বলে পা ছোঁয়াতে পারেননি। টোকা দিতে পারলে হতে পারত গোল। দ্বাদশ মিনিটে নুসরাত জাহান মিতু বক্সে বল পেলেও ঠিকঠাক শট নিতে ব্যর্থ।

গোল কিকে উড়ে আসা বল রুমা আক্তার ক্লিয়ার করতে শট নেয়ার চেষ্টা করে পারেননি, পাশেই ছিলেন নেপালের বর্ষা। ভুটান ম্যাচে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড শট নেয়ার আগে দ্রুত ছুটে গিয়ে বিপদমুক্ত করেন অধিনায়ক। প্রথমার্ধের শেষ দিকে সহজ সুযোগ হেলায় হারান উমেহ্লা। সতীর্থের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মারেন তিনি।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে বারবার ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। বদলি নামা সুরভি আকন্দ প্রীতি, লিভা আক্তার কয়েকবার রাইট উইং ধরে আক্রমণ শাণালেও কোনোটিই আলোর মুখ দেখেনি গোলরক্ষক সতর্ক থাকায়।

৮৬তম মিনিটে খেলার ধারার বিপরীতে জয়সূচক গোলটি পায় নেপাল। মাঝমাঠের একটু উপর থেকে সিমরন রায়ের ফ্রি কিক অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন বর্ষা। ডান পায়ের কোনাকুনি শটে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

আগামী সোমবার দ্বিতীয় লেগের ম্যাচে ফের ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন দলের এবারের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলে শীর্ষ দল জিতবে শিরোপা।