ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১০:৪৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কান্তজির মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজির মন্দির

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজির মন্দির

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় কান্তজির মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা, রাসপূজা ও ঐতিহ্যবাহী চরক পূজা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা শুরু হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় কাহারোল উপজেলার কান্তজির মন্দির প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসি বাচ্চুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম জানান, কান্তজির মন্দিরের রাসমেলা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

মেলা কমিটি সূত্রে জানা যায়, ১৭৫২ সাল থেকে উৎসব মুখর পরিবেশে এই মেলা চলে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে বিবেচিত এই রাসমেলা মণিপুরী জনগোষ্ঠির প্রধান উৎসব হলেও বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও এ উৎসব পালন করে থাকেন। 

‘রাসলীলা’ নামেও পরিচিত এ উৎসব কার্তিক-অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে দেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, সুন্দবনের দুবলার চর এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ আরো কয়েকটি জায়গায় উদযাপিত হয়।