ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৪:৪০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিএসসি বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ।


৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ডিসেম্বরে।

২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেন। বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।