ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ১১:৪৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ফুটবল টিমের বিজয় উদযাপন করল ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের একমাত্র গর্বিত স্পন্সর হিসাবে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ -২০২২ বিজয় উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

মঙ্গলবার অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের সদস্যদের স্বাগতম জানানোর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। 

অনুষ্ঠানে আবদুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক লিমিটেড এবং চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

এমরানুল হক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ঢাকা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমের জন্য একটি বিশেষ থিম সংয়ের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক তানভীর হাসান পিএইচডি, উপাচার্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

এছাড়াও এটিএম হায়াতুজ্জামান খান, ফাউন্ডার ভাইস চেয়ারম্যান, ঢাকা ব্যাংক লিমিটেড অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন মো. আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মাহফুজা আক্তার কিরণ, ফিফা ও এএফসি কাউন্সিল মেম্বার, চেয়ারপারসন ওমেন্স উইং, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মিস সাবিনা খাতুন, ক্যাপ্টেন, বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম। অনুষ্ঠানের  অন্তর্ভুক্ত ছিল আইইউবি ড্যান্স ক্লাব কর্তৃক মনোজ্ঞ নৃত্য পরিবেশনা, সংগীত ও ব্যান্ড পরিবেশনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পেনাল্টিই শট , সাফ ট্রফি হোস্টিংসহ আরও নানা আয়োজন।