নারীদের সাফে নেপালের প্রথম শিরোপা জয়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। নারীদের সাফে এটি নেপালের প্রথম শিরোপা।
শুক্রবার ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন হয়ে সেই টুর্নামেন্টের প্রতিশোধই নিল। দুই মাস আগে সাবিনারা কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ছিল জয়। জয়ের পরিবর্তে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
ম্যাচের ৯০ মিনিটে স্কোরলাইন ১-১। তৃষ্ণার করা ক্রস নেপালের বিপানার হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু জয়নব বিবির নেয়া পেনাল্টি শট নেপালের গোলরক্ষক ঠেকিয়ে দেন।
তিন দলের টুর্নামেন্টে চারটি করে ম্যাচ হয়েছে। চার ম্যাচ শেষে নেপাল সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে রানার্স আপ। আজ বাংলাদেশ নেপালকে হারালে দুই দলেরই পয়েন্ট সমান ৯ হতো। সেক্ষেত্রে বাংলাদেশ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হতো।
বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে দুই দলই সমানভাবে লড়েছে। নেপাল ম্যাচের ১৪ মিনিটে নেপালের সুশিলার গোল দিয়ে ম্যাচে লিড নেয়। প্রথমার্ধে সমতা সমতা আনতে পারেনি বাংলাদেশ।
৫৪ মিনিটে জয়নব বিবি রিতার কর্নার থেকে রুমা আক্তারের হেডে জালে বল জড়ায় বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচের বাকি সময় গোলের চেষ্টা করে ব্যর্থ হয়৷
