ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:১৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এম এস ধোনির নারী ফ্যান’রা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১১:২৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার

২০০৪-০৫ সালে ভারতীয় ক্রিকেটের বাইশ গজে পা রেখেছিলেন লম্বা চুলের উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি৷ মারকাটারি ব্যাটিং, হেলিকপ্টার শট এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে ওঠার মাঝেই স্টাইলিশ মাহি ভারতের লাখো মেয়ের দিল কি ধড়কন হয়ে উঠেছিলেন৷

 

সে সময় ধোনির ব্যাক্তিত্বের ফ্যান হয়েছিলেন অনেক ললনা৷ সময় পেরিয়েছে, মাচো ধনি এখন জীভার বাবা৷ কিন্তু তাতে কি ভাটা পড়েছে ললনাদের মাহি-প্রেমে! পুণেতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই ম্যাচ কিন্তু খারিজ করে দিচ্ছে সে রকম যে কোন তথ্যকে৷ এদিন যখন চেন্নাই অধিনায়ক ব্যাট করতে নামছেন গ্যালারিতে ধোনি ধোনি শব্দের সুনামি ওঠে৷ সঙ্গেই টিভি ক্যামেরাতে ধরা পড়ে গ্যালারিত বসে থাকা মাহির অগনিত মহিলা ফ্যানদের দীর্ঘশ্বাস পড়ার ছবি৷

 

সিএসকে বনাম আরআর ম্যাচে ধোনির ব্যাট করতে নামার সময় গ্যলারিতে এক তরুণীকে প্লাকার্ড হাতে দেখা যায় যেখানে নিজের ভবিষ্যতের বর এবং মাহিকে নিয়ে তরুণী লিখেছেন, ‘দুঃখিত ভবিষ্যতের সঙ্গী৷ মহেন্দ্র সিং ধোনি কিন্তু আজীবন আমার প্রথম প্রেম হয়ে থাকবেন৷’ সঙ্গে দেখা যায় প্লাকার্ডের শেষে তরুণী লিখে রেখেছেন ‘আই লাভ ইউ মাহি৷’ ৩৬ বছর বয়সে এসে এরকম ফ্যান ফলোইং যে কোনও খেলোয়াড়ের জন্য মাঠে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মত বিশেষজ্ঞ মহলের৷