গেইলে চরম মত্ত প্রীতি জিন্তা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১১ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১০:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
প্রীতি জিন্তা খুবই খুশি। তার দল কিংস ইলাভেন পাঞ্জাব এবারের আইপিএল’এ বেশ ভালো করছে। প্রতিটি খেলোয়াড় মাঠে অবদান রাখছে। আর ক্রিস গেইল আছেন চরম ফরমে। সুতরাং প্রীতি তো কাপ জয়েরে স্বপ্ন দেখতেই পারেন।
শনিবার (২১ এপ্রিল) ইডেনে কেকেআরকে হারানোর পরে প্রীতি জানিয়ে দেন, তার দল কিংস ইলেভেন পঞ্জাব চ্যাম্পিয়ন হলে তিনি বিশেষ কিছু করে দেখাবেন।
এবার আইপিএল নিলামে প্রথমে ক্রিস গেইলকে নেওয়াই হয়নি কোন দলে। দ্বিতীয় দিনে তাকে নেয় পাঞ্জাব। দলে নিয়েও প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি ক্যারিবীয়ন তারকা। তৃতীয় দিনে ভাগ্যের পরিবর্তন হয় ‘বুড়ো’র অপবাদ দিয়ে দলের রাখা ক্রিস্টফার হেনরি গেইলের। ‘ইউনিভার্স বস’ ফিরে যা করলেন তা ইতিহাস।
তবে গেইল দুর্দান্ত ব্যাটিং করলেও দলের মালকিনের কাছ থেকে প্রশংসা পান রাহুলও। তরুণ কে এল রাহুল বেশ খেলছেন এ বছর।
প্রীতি তাকে বলেন, শুধু গেইলের ওপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকে একসঙ্গে ভালো পারফরম্যান্স করতে হবে। তা না হলে আমরা আইপিএল চ্যাম্পিয়ন হব কী করে?
তিনি আরো বলেন, এবারে আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মতো একজন অধিনায়ক পেয়েছি। দলে ভাল ব্যাটসম্যান, বোলার সব আছে। তা হলে আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার কোনও কারণ দেখছি না।
রাহুলও তাকে কথা দেন, ‘‘আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তবে এখনও আমাদের অনেকটা রাস্তা পেরোতে হবে। অনেকগুলো ম্যাচ জিততে হবে।
তিনি বলেন, আমি তাই গেইলকে ক্রিজে দাঁড়িয়েই বলছিলাম, বেশি ঝুঁকি নিয়ে বড় শট খেলো না। হঠাৎ পিঠে বা কোমরে ব্যথা শুরু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে তোমাকে। সেই শুনে গেল বলে, ‘চিন্তা কোরো না বন্ধু। আমি একেবারে ফিট আছি। থাকবও।’ যা শুনে আমি কিছুটা স্বস্তি পাই।
গেইলের এই মানসিকতার কথা শুনে খুশি প্রীতিও।
