ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৩:০৬:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের হার ক্রমশ কমতে থাকায় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও এ বার ভারতে প্রবেশ করা যাবে৷
সোমবার মধ্যরাত থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

করোনাকালে আন্তর্জাতিক যাত্রীদের ভারতে প্রবেশের সময় স্ব-প্রত্যায়িত একটি ফর্ম জমা করার নিয়ম জারি করা হয়েছিল। সেখানে টিকার বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম জমা করতে হতো৷ সেটি এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হতো৷ এ বার থেকে আর সেই কাজ করতে হবে না৷

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের বিষয়ে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে ভারতে আসা যাত্রীদের অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক থাকছে না। বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে তা আগে বাধ্যতামূলক ছিল৷ তবে নির্দেশে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যদি কোনও কারণে বদলায় তা হলে এই নির্দেশও বদল করা হতে পারে৷

করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের স্ব-ঘোষণা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর নেয়া বাধ্যতামূলক করেছিলো। আগের সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বর না দিলে, ভারতগামী ফ্লাইটের বোর্ডিং পাস পেতে সমস্যা হতো।

ভারতের এয়ার সুবিধা পোর্টালে ফর্ম পূরণের সময় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নিজেদের স্বাস্থ্য এবং কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হতো। ফর্মটি পূরণের বিষয়টি ‘সময়সাপেক্ষ’ বলে অভিযোগ ওঠে। কয়েক জন বিমানযাত্রী ফর্ম পূরণের দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বিমান ধরতে পারেননি। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্তে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।