ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২:০৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আ. লীগের নারীবিষয়ক সম্পাদক হলেন জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০২২ শনিবার

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য জাহানারা বেগম। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ পদে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। তিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে দলের মহিলা বিষয়ক সম্পাদক পদে জাহানারা বেগমের নাম ঘোষণা করা হয়।

এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন জাহানারা বেগম। উত্তর-দক্ষিণে বিভক্ত হওয়ার পর একমাত্র নারী হিসেবে টানা দুইবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন এই নেত্রী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহানারা বেগম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আজীবন দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে চলেছি। কখনো আদর্শচ্যুত হইনি। মাননীয় নেত্রী নতুন যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করব।’

এর আগে আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সময় সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।