তরুণীর পা হারানো মামলায় চালক কারাগারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:২৭ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর বনানীতে বাসচাপায় রোজিনা আক্তারের পা হারানোর মামলায় বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম মুন্নাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য্য করা হয়। এর আগে চলতি মাসের ২১ এপ্রিল আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালত সূত্র জানায়, চলতি মাসের ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির একটি বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। রোজিনার পা হারানোর ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। বনানী থানার এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।
গুরুতর আহত রোজিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রোজিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। শনিবার দুপুরে পঙ্গু হাসপাতালে রোজিনাকে দেখতে যান পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। ওই সময় চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা রোজিনার পরিবারের কাছে তুলে দেয়া হয় বিআরটিসির পক্ষ থেকে।
