ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১২:০০:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।শনিবার (২৬ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ ছাড়েন তিনি।

নির্বাচনে পরাজয়ের সব দায় নিজ কাঁধে তুলে নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। আমরা তাইওয়ানের জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করছি।

তিনি আরও বলেন, আমাদের দুঃখ করার সময় নেই। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আবারও উঠে দাঁড়াব।

এদিকে, দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও সাই ইং-ওয়েন ২০২৪ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যাবেন। সূত্র : আলজাজিরা