যৌনকর্মী ডেকে কলকাতার হোটেলে ‘ফুর্তি’, গ্রেফতার ৩ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
কলকাতায় গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক। প্রতীকী ছবি।
কলকাতার হোটেলে ‘কলগার্ল’কে টাকা না দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক। নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। ৩৫ বছর বয়সি এক নারীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে নিউ মার্কেট থানায় ৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগ, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে তাকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই ৩ বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাকে বিনিময়ে টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্তরা।
কিন্তু নারী জানান, শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি। বরং হোটেল থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।
তার অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট হোটেলে হানা দেয় নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতরা হলেন, ৩৭ বছর বয়সি মহম্মদ রাসেল এসকে, ৩৬ বছর বয়সি মহম্মদ কায়সার চৌধুরী এবং ৩৭ বছর বয়সি মহম্মদ আবদুল্লা আল মিজান। তারা সকলেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
