স্পেনকে হারিয়ে চতুর্থবারের মত শেষ ষোলোতে জাপান
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
গ্রুপ-ই’র শেষ রাউন্ডের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো জাপান। এই নিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের নক-আউট পর্বে জাপান। তবে এ ম্যাচ হারলেও নক আউট পর্বে গেছে স্পেনও।
জাপানের কাছে হারলেও গোল বিবেচনায় এগিয়ে থাকার সুবাদে গ্রুপ রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে গেছে স্পেন। গ্রুপের অন্য ম্যাচে কোস্টা রিকাকে ৪-২ ব্যবধানে হারিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টানা দ্বিতীয়বারের মত গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো জার্মানি।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলো জাপান। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হলো স্পেন। স্পেনের সমান ৪ পয়েন্ট জার্মানিরও। কিন্তু স্পেনের গোল +৬। জার্মানির +১ গোল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ দল কোস্টারিকা।
গ্রুপে দুই রাউন্ডের খেলা শেষে স্পেন ৪ ও জাপানের সংগ্রহ ছিল ৩ পয়েন্ট। দু’দলের সামনেই শেষ ষোলোর পথ খোলা ছিলো।
