ঢাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১১:১০ এএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির ৫ তলা ভবনের নীচ তলায় মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন, মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলে সন্তান তামিম।
দগ্ধ অবস্থার শিশু তামিমকে ঢামেক বার্ণ ইউনিটে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, মানিক ও মিনার অবস্থা সংকটাপন্ন। তাদের শরীরের অাশি ভাগের বেশি অংশ দগ্ধ হয়েছে।
