যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে ডেনজেল ডামফ্রিসের দারুণ নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এ জয়ে আসরটির প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডাচরা।
শনিবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে নেদারল্যান্ডসের জয়ে একটি গোল করার পাশাপাশি অন্য দুটি গোলেও সহায়তা করেন ডামফ্রিস। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন হাজি রাইট।
বলের দখল থেকে আক্রমণ গড়া, কোনদিকেই পিছিয়ে ছিলেন না ক্রিস্টিয়ান পুলিসিকরা। কিন্তু মেমফিস ডিপাই, ডিলে ব্লিন্ড ও ডেনজেল ডাম্ফ্রিসের গোলে জয় পেল লুইস ভন গলের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের পক্ষে হাজি রাইট একটি গোল শোধ করলেও খেলায় ফিরে আসতে পারেনি তারা
