ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে ফিরছেন নেইমার

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সুখবর পেল ব্রাজিল। কাতার বিশ্বকাপের নিজেদের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে ব্রাজিল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাওয়া চোট কাটিয়ে ফিরছেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচে তিতে নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। 

এক গণমাধ্যমকর্মী তার কাছে প্রশ্ন রাখেন নেইমারের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে। থিয়াগো তখন নিজে কিছু না বলে কোচকে জবাব দিতে অনুরোধ করেন। তিতে এক কথায় বলেন, 'হ্যাঁ, নেইমার খেলছে।'

এর আগে সার্বিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। পিএসজি তারকা পা মচকে যায়। পরে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

শনিবার থেকে অনুশীলন শুরু করছেন নেইমার। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কোরিয়ানদের মুখোমুখি হবে 'হেক্সা' জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল। আগামীকাল সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ৯৭৪ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।