ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিল বনাম দ. কোরিয়া: পরিসংখ্যানে এগিয়ে কে?

সংগৃহীত ছবি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের সামনে আজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে এগিয়ে কোন দল? স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় পরিষ্কার ফেবারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে, দক্ষিণ কোরিয়ার র‌্যাংকিং ২৮। মুখোমুখি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ছয়টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

তারপর চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি কোরিয়ানরা। সবশেষ হারটি চলতি বছরেরই জুনে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সে ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপে এর আগে কখনই দেখা হয়নি দুই দলের। এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। সেটাও আবার নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে।