ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২২:২৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাপানের দুরন্ত গতি নাকি ক্রোটদের অভিজ্ঞতা?

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফইনালে আজ সোমবার এশিয় ও ইউরোপ ঘরানার দ্বৈরথ। একদিকে জার্মানি ও স্পেন প্রাক্তন দুই বিশ্বজয়ী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় পৌছানো এশিয়ার পাওয়ার হাউস জাপান। 

অন্যদিকে, প্রথম ম্যাচে হতাশা জনক ফুটবল খেললেও শেষ দুই ম্যাচে ছন্দ ফিরে পাওয়া গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এই জাপান দলকে হাল্কাভাবে নেওয়ার ফল ভুগতে হয়েছে জার্মানি ও স্পেনকে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির তো বিদায়ের টিকিটই কেটে দিয়েছে এশিয়ার শক্তিধর দেশ। প্রি কোয়ার্টার ফাইনালে দলগত ফুটবল খেলেই ক্রোটদের মাত দিতে চাইছেন কোচ হাসিমি মোরিইয়াসু। মিডফিল্ডার রিতসু দোয়ান দুরন্ত ফর্ম ও গোলের মধ্যে থাকার পাশাপাশি জুনিয়া ইতো, ইউরি নাগাতোমো, হিদেমাসা মোরিতাদের আক্রমণাত্মক ফুটবল বড় শক্তি জাপানের।

এই জাপান টিমটার আসল সম্পদ গতি। হঠাৎ সবাই গতি বাড়িয়ে দেয়। দৌড় দৌড় শুধুই দৌড়। সঙ্গে কয়েক জনের দক্ষতার সঙ্গে বল কন্ট্রোল ও ড্রিবলিং করার ক্ষমতা যা সমস্যায় ফেলতে পারে বিশ্বের যে কোনও দলকে। নকআউটে মাঠে নামার আগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জাপানের সুপার সাব রিতসু দোয়ান। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী সুর্যোদয়ের দেশ।

অপরদিকে, মরক্কোর বিরুদ্ধ ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ক্রোটরা। কিন্তু পরের দুই ম্যাচ কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে ও তৃতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে নকআউটে পৌছায় ক্রোটরা। জাপানের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ। 

তিনি বলেছেন, ‘কোনও প্রতিপক্ষকে ছোট করে দেখি না আমরা। জাপান প্রকৃত অর্থেই সামুরাইদের মতো লড়াই করছে। জিততে হলে, আমাদেরও লড়াই করতে হবে।’

তবে নিজের দলের উপর ভরসা রাখছেন ক্রোট কোচ। গতবার যেভাবে টিম গেম খেলে ফাইনালে পৌছেছিল ক্রোয়েশিয়া এবারও সেই মন্ত্রেই বাজিমাত করতে চাইছেন ডালিচ। গতবারের দলের মাঞ্জুকিচ বাদে বেশিরভাগ প্লেয়ার এবারের দলে রয়েছে। ফলে লুকা মদ্রিচ, কোভাসিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, ক্রামারিচদের অভিজ্ঞতার উপরই ভরসা রাখছেন ক্রোট কোচ। দেখা যাক, আজ কি হয়!