ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২২:১২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা দশে টাইগার তিন বোলার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজে বল হাতে দুর্দান্ত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বল হাতে ৫ উইকেট শিকার করেন সাকিব। এরপর গতকাল দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন দুই উইকেট। এমন পারফরম্যান্সের পর অবশ্য আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব।

গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে। সেই র‍্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাত ধাপ এগিয়ে ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন তিনি। অপরদিকে এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে। 

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এছাড়া আছেন দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।