ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এমপিও কোড পেল ২০৫১ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও কোড দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাইয়ে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্বাচিত করা হয়। কয়েকমাস অপেক্ষার পর এমপিও কোড পেল প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এমপিও কোড দেওয়ার বিষয়টি জানানো হয়।

নির্বাচিত স্কুল-কলেজের মধ্যে ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১০৯টি উচ্চমাধ্যমিক কলেজ ও ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি, এমপিওর স্তর পরিবর্তন করা হয়েছে। এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলোর ইএমআইএস সিস্টেমে এমপিওর স্তর পরিবর্তন এবং সম্পূর্ণ নতুনভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন এমপিও কোড প্রদান করে অন্তর্ভুক্ত করা হয়েছে।