আজ বৃহস্পতিবারের বাজার দর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩১ এএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার
জেনে নিন রাজধানীর বাজারগুলোর আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের বাজার দর। এখন কালবৈশাখীর সময় চলছে। কিছুদিন ধরে লাগাতার ঝড়-বৃষ্টির কারণে বাজারে শাক-সবজির দাম বেড়েছে।
চাল : নাজিরশাইল চাল ৬৫ থেকে ৬৮, মিনিকেট (মানভেদে) ৬৩ থেকে ৬৬, পাইজাম ৫৪, বিআর-২৮ ৫৩ থেকে ৫৬, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১০০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৪০ থেকে ৫০, আমদানি পেঁয়াজ ৩৫, রসুন ৯০ থেকে ১০০, চিনি ৬০ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধুন্দল ৪০ থেকে ৪৫, আলু ২৫ থেকে ৩০, টমেটো ২৫ থেকে ৩৫, পটল ৪০ থেকে ৪৫, কাঁচাকলা হালি ২৮, কচুর লতি ৫০, পেঁপে ২৫, বেগুন ৪০ থেকে ৪৫, শিম ৩৫ থেকে ৪৫, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০, ধনিয়াপাতা ১৬০, ঢেঁড়স ৪০ থেকে ৪৫, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪০, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৬০,ধুন্দল ৪৫ থেকে ৫০, করললা ৩৫ থেকে ৪৫,ভেন্ডি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ প্রতিপিস ২৫ থেকে ৩০, লেবু হালি ২৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২০, কাতল ২৫০, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৪৫, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০, শিং ৪০০ থেকে ৫০০ ও চিংড়ি ৪০০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৩০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৬০ থেকে ৪৮০, খাসির মাংস ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১৪০ ও দেশি মুরগি ৩০০ টাকা পর্যন্তবিক্রি হচ্ছে।
এলাকা ভেদে বাজার মুল্যে তারতম্য থাকাটাই স্বাভাবিক। কারণ অভিজাত এলাকায় জিনিসপত্রের মূল্য একটু বেশিই হাকায় খুচরা ব্যবসায়ীরা,আবার ঢাকার বাইরে দাম তুলনামুলক কমই থাকে।
