ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২২:১৬:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ‘সুপার ফ্রাইডে নাইট’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাতার বিশ্বকাপে ব্রাজিলের একটা ‘অঘটন’ বাদে দল যে ফর্মে রয়েছে তাতে সেমিফাইনালের টিকিট তারা পাচ্ছেই এমনটাই বলছে অনেকে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কেমন লড়াই করবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছে সমর্থকরা।
একইদিনে বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ডাচদের বাধা টপকে সেমিফাইনালের টিকিট পেতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে স্কালোনির শীর্ষরা।

ফুটবল বিশ্বকাপে লাতিন দুই জায়ান্ট আর্জেন্টিনা-ব্রাজিল ১৯৯০ সালের পর বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়নি৷ তাই সেমিফাইনালে দুই দলের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনার জন্য আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আজ ‘সুপার ফ্রাইডে নাইট’।

নেইমার চোট সারিয়ে ফিরে যোগ দিয়েছেন কোয়ার্টারের আগেই তাঁর হুঙ্কার, আমি সব কিছু করব যা আমার দেশের জয়ের জন্য আমায় করতে হবে৷ সেটাই আমাদের মিশন, সেটাই আমাদের স্বপ্ন৷ তিনি আরও বলেছেন, আমরা খুব কাছাকাছি আছি, আরও একধাপ এগোতে হবে৷

নেইমারের কথাতেও রয়েছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের ইঙ্গিত৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, আমরা জানি আমাদের সামনে শ্রেষ্ঠ ম্যাচ রয়েছে৷ ব্রাজিল সব সময়েই ফেভারিট, আমাদের খালি আমাদের মতো হতে হবে৷

লিওনেল মেসি আশা করছেন হয়ত ক্যারিয়ারে শেষ বিশ্বকাপে তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হবে৷ ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির৷ কোপা আমেরিকা জয়ী নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে বদ্ধপরিকর৷

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হার ছাড়া এবারের বিশ্বকাপে এখনও নিজেদের পা আর ফস্কাতে দেয়নি আর্জেন্টিনা৷ বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস দুই দলের পরিসংখ্যান সমানে সমান। বিশ্বকাপে এই দুই দলের পাঁচ দেখায় দুটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা এবং এক ম্যাচে ড্র হয়েছে।