ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ সাংবাদিক পেলেন টিআইবির পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সমাজকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতি প্রতিরোধকারী সব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সেই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা এবং দুর্নীতিবাজদের শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। আর সাংবাদিকদের সাহসীকতার সঙ্গে নিরপেক্ষ হয়ে কাজ করার পরামর্শও দেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ প্রদান করা হয়। এতে চার ক্যাটাগরিতে একটি ইলেকট্রনিক মিডিয়ার অপরাধবিষয়ক অনুষ্ঠান টিমসহ তিনজন সাংবাদিককে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এ সময় দুর্নীতি প্রতিরোধে চারটি বিষয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এ জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। তবে তা শুধু কাগজে-কলমে হলে হবে না। এটাকে বাস্তবে রূপ দিতে হবে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে নানান ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন। কিন্তু এগুলো বাস্তবায়নের খুব বেশি পদক্ষেপ দেখা যায় না।

প্রিন্ট মিডিয়া আঞ্চলিক ক্যাটাগরিতে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন খুলনার ‘দৈনিক পূর্বাঞ্চল’-এর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। জাতীয় সংবাদপত্র বিভাগে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার বিজয়ী হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান। আর টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সেলের সম্পাদক অপূর্ব আলাউদ্দিন। এ ছাড়া টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে পুরস্কার পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’।


বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আর বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানের টিমকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডেটা সাংবাদিকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সাংবাদিক জুলফিকার আলি মাণিক, রিয়াজ আহমেদ, তালাত মামুন, বদরুদ্দোজা বাবু প্রমুখ।